‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে ড. মিজানুর রহমান আজহারীর আহবান

‘ভুলে গেলে চলবে না- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।’ বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
ড. মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।’
এর আগে, একই দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও ফেসবুকে সাম্প্রতিক বিষয় নিয়ে লিখেছেন।

























