1. admin@voiceofsreemangal.com : admin :
  2. suzannamichell@solstris.com : coralbarreiro23 :
  3. cecilewiley@solstris.com : dominiquecrump :
  4. earnestinechauncey@solstris.com : ermamorwood295 :
  5. jadajaime@solstris.com : haiguenther :
  6. lateshacandida@solstris.com : jeroldmccorkinda :
শ্রীমঙ্গল ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা ৮ দফা দাবিতে শমশেরনগরে রেলপথ অবরোধের সমর্থনে মানববন্ধন টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে রেলওয়ের অভিযান ৩০ অক্টোবর থেকে ‘মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২৬’-এর রেজিস্ট্রেশন শুরু মৌলভীবাজারে যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার-২ শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ম বার্ষিকী মহা সম্মেলন অনুষ্ঠিত শনিবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না মানব সম্পদ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কুলাউড়ায় ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ ১৪ আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে ফুটবলের মহাযুদ্ধ: বাংলাদেশ বনাম হংকং

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক :

চার মাস পর আবারও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও হংক ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসবে মেতেছে সমর্থকরা। দুদলের ম্যাচ রাত আটটায় শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে দর্শকের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়াম এলাকা ফুটবলপ্রেমীদের পদচারণায়মুখর হয়ে উঠে। বেলা পৌনে চারটায় স্টেডিয়ামের গুলিস্তানগামী এক নম্বর গেইটে দেখা যায় বাংলাদেশ দলের জার্সি গায়ে হাজারো সমর্থকরা জড়ো হয়েছেন। মৌসুমী ব্যবসায়ীরা বাংলাদেশের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ডসহ ক্রীড়াসংশ্লিষ্ট সামগ্রী নিয়ে দোকান সাজিয়েছে। একই চিত্র দেখা যায় বাইতুল মোকাররমেরমুখী চার নম্বর গেইটেই। আরেকবার ফুটবল ম্যাচ দর্শকদের মাঝে আন্দোৎসবের এক উপলক্ষ্য এনে দিয়েছে।

দর্শকের মধ্যে উল্লাস-উচ্ছ্বাস দেখা যায় স্টেডিয়ামের ভেতরেও। চার-পাঁচ ঘণ্টা আগে থেকেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দর্শকের পূর্ণ হতে থাকে। বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট এবারও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করেছে ফুটবল ফেডারেশন। টিকিট ছাড়ার আধঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায় বলে জানায় বাফুফে। ফুটবল ঘিরে দর্শকের আগ্রহ যে অনেকগুণে বেড়েছে- সেটি স্টেডিয়ামের তাদের উপস্থিতিই বলে দেয়।

বাংলাদেশ ২:১ হংকং। এমন লেখা প্ল্যাকার্ড নিয়ে নারায়ণগঞ্জের ডেমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাকির হোসেন নামের একজন ফুটবল সমর্থকের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে কথা হয়। তিনি আমার দেশকে বলেন, ‘এবার হোম গ্রাউন্ডে খেলা। তাই হংকংয়ের বিপক্ষে জয় আশা করছি। সিঙ্গাপুরের বিপক্ষে গত ম্যাচেও বাংলাদেশ ভালো খেলেছিল। কিন্তু জিততে পারেনি। এবার আশা করি হতাশ হবে না। এজন্যই এমন প্ল্যাকার্ড নিয়ে এসেছি।’ তিন ঘণ্টা আগেই শাহ আলম নামের আরেকজন ফুটবল সমর্থক শান্তিনগরের শান্তিবাগ থেকে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছুটে এসেছেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সব খেলাই স্টেডিয়ামে বসে দেখি। এমনকি ঘরোয়া লিগের খেলাও মাঠে গিয়ে দেখি। আশা করি, এবার হংকংকে হারাবে বাংলাদেশ। তবে শুনেছি, ব্রাজিলের পাঁচ ফুটবলার নিয়ে নাকি এসেছে হংকং। তাতে ম্যাচটি কঠিন হতে পারে।’

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচকে ঘিরে যে উত্তাপ ও উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মাঝে, তা দেখা যায় হংকং ম্যাচেও। ওই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরে দর্শকদের হতাশ করলেও এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গত ম্যাচে দর্শকদের সামাল দেওয়া যায়নি। স্টেডিয়ামের গেইট ভেঙে দর্শকরা প্রবেশ করেছেন। তাই এবার বাড়তি সতর্ক বাফুফে। আইনশৃঙ্খলাবাহিনীও স্টেডিয়ামের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনে কঠোর অবস্থান নেয়। সব মিলিয়ে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুুটি রাখছে না স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৫৫০ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে ফুটবলের মহাযুদ্ধ: বাংলাদেশ বনাম হংকং

আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

চার মাস পর আবারও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও হংক ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসবে মেতেছে সমর্থকরা। দুদলের ম্যাচ রাত আটটায় শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে দর্শকের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়াম এলাকা ফুটবলপ্রেমীদের পদচারণায়মুখর হয়ে উঠে। বেলা পৌনে চারটায় স্টেডিয়ামের গুলিস্তানগামী এক নম্বর গেইটে দেখা যায় বাংলাদেশ দলের জার্সি গায়ে হাজারো সমর্থকরা জড়ো হয়েছেন। মৌসুমী ব্যবসায়ীরা বাংলাদেশের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ডসহ ক্রীড়াসংশ্লিষ্ট সামগ্রী নিয়ে দোকান সাজিয়েছে। একই চিত্র দেখা যায় বাইতুল মোকাররমেরমুখী চার নম্বর গেইটেই। আরেকবার ফুটবল ম্যাচ দর্শকদের মাঝে আন্দোৎসবের এক উপলক্ষ্য এনে দিয়েছে।

দর্শকের মধ্যে উল্লাস-উচ্ছ্বাস দেখা যায় স্টেডিয়ামের ভেতরেও। চার-পাঁচ ঘণ্টা আগে থেকেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দর্শকের পূর্ণ হতে থাকে। বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট এবারও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করেছে ফুটবল ফেডারেশন। টিকিট ছাড়ার আধঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায় বলে জানায় বাফুফে। ফুটবল ঘিরে দর্শকের আগ্রহ যে অনেকগুণে বেড়েছে- সেটি স্টেডিয়ামের তাদের উপস্থিতিই বলে দেয়।

বাংলাদেশ ২:১ হংকং। এমন লেখা প্ল্যাকার্ড নিয়ে নারায়ণগঞ্জের ডেমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাকির হোসেন নামের একজন ফুটবল সমর্থকের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে কথা হয়। তিনি আমার দেশকে বলেন, ‘এবার হোম গ্রাউন্ডে খেলা। তাই হংকংয়ের বিপক্ষে জয় আশা করছি। সিঙ্গাপুরের বিপক্ষে গত ম্যাচেও বাংলাদেশ ভালো খেলেছিল। কিন্তু জিততে পারেনি। এবার আশা করি হতাশ হবে না। এজন্যই এমন প্ল্যাকার্ড নিয়ে এসেছি।’ তিন ঘণ্টা আগেই শাহ আলম নামের আরেকজন ফুটবল সমর্থক শান্তিনগরের শান্তিবাগ থেকে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছুটে এসেছেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সব খেলাই স্টেডিয়ামে বসে দেখি। এমনকি ঘরোয়া লিগের খেলাও মাঠে গিয়ে দেখি। আশা করি, এবার হংকংকে হারাবে বাংলাদেশ। তবে শুনেছি, ব্রাজিলের পাঁচ ফুটবলার নিয়ে নাকি এসেছে হংকং। তাতে ম্যাচটি কঠিন হতে পারে।’

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচকে ঘিরে যে উত্তাপ ও উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মাঝে, তা দেখা যায় হংকং ম্যাচেও। ওই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরে দর্শকদের হতাশ করলেও এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গত ম্যাচে দর্শকদের সামাল দেওয়া যায়নি। স্টেডিয়ামের গেইট ভেঙে দর্শকরা প্রবেশ করেছেন। তাই এবার বাড়তি সতর্ক বাফুফে। আইনশৃঙ্খলাবাহিনীও স্টেডিয়ামের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনে কঠোর অবস্থান নেয়। সব মিলিয়ে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুুটি রাখছে না স্বাগতিক বাংলাদেশ।