জামিয়া গহরপুরে দুই পথিকৃৎ শিক্ষকের পাঁচ দশকের সম্মাননা

হিফজুর রহমান হাম্মাদ, ক্যাম্পাস প্রতিনিধি:
জামিয়া গহরপুর সিলেটে একই প্রতিষ্ঠানে টানা পঞ্চাশ বছরের নিরবচ্ছিন্ন শিক্ষকতার এক অনন্য ইতিহাস গড়ে দুই প্রবীণ শিক্ষক মাওলানা মনির উদ্দিন দত্তপুরী ও হাফেজ শামসুল ইসলাম রতনপুরী। তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের স্বীকৃতিস্বরূপ গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে উদ্বোধন করা হয় “পথিকৃৎ শিক্ষক সম্মাননা” অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা আযহার মাদানি ও খলিফায়ে গহরপুরী আল্লামা শফিকুল হক সুরইঘাটি। অতিথিরা বলেন, একই প্রতিষ্ঠানে অর্ধশতাব্দী ধরে শিক্ষকতা বিরল ঘটনা; এটি দেশের শিক্ষা ইতিহাসে এক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে দুই কীর্তিমান শিক্ষকের জীবনীভিত্তিক ভিজ্যুয়াল স্মারক প্রদর্শন করা হয়। সেখানে তাঁদের শৈশব, তরুণ বয়স, শিক্ষকতা জীবন ও অভিজ্ঞতার গল্প উঠে আসে আবেগঘনভাবে। ভিডিও প্রদর্শনের সময় দর্শকদের মধ্যে নীরবতা ও আবেগঘন পরিবেশ বিরাজ করে।
জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী বলেন, “আমি তাঁদের ছাত্র। কিন্তু জামিয়ার দায়িত্ব নেওয়ার পরও তাঁরা আমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে সম্বোধন করেছেন। ছুটি নেওয়ার প্রয়োজন হলেও আমার কাছে অনুমতি চাইতেন—যা আমাকে বিব্রত করত। পরে নিজেই বলেছিলাম, আপনাদের ছুটির পূর্ণ এখতিয়ার আপনাদেরই।”
তিনি আরও বলেন, “জামিয়ার বয়স প্রায় ৬৯ বছর। অনেক শিক্ষকই এখানে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এ দু’জনের মতো অর্ধশতাব্দীর ধারাবাহিকতা আর কারও ক্ষেত্রে দেখা যায়নি। তাঁরা উস্তাদদের স্মৃতিবহ এই প্রতিষ্ঠানের সাথেই থাকতে চেয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত।”
এ উপলক্ষে জামিয়ার পক্ষ থেকে উস্তাদদ্বয়কে কুরআনুল কারীম, পরিধেয় পোশাক, ব্যবহার্য আসবাবপত্র, সুন্নাহ গিফট, বিশেষ হাদিয়া এবং ওমরাহ ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। এসব হাদিয়া তাঁদের হাতে তুলে দেন আল্লামা শফিকুল হক সুরইঘাটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামিয়া গহরপুর শুধু ইতিহাসের সাক্ষী নয়; নিজেই ইতিহাস নির্মাণ করে। আজকের এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে ইলম ও খেদমতের পথে অবিচল থাকতে।
অনেক উপস্থিত দর্শনার্থী জানান, “দেশের ইতিহাসে এমন সম্মাননা বিরল। জামিয়া গহরপুর শুধু ইতিহাস সাক্ষীই নয়—ইতিহাস নির্মাণেও অগ্রগামী প্রতিষ্ঠান।”
শেষে আল্লামা আযহার মাদানির দোয়ার মাধ্যমে “পথিকৃৎ শিক্ষক সম্মাননা”র আনুষ্ঠানিকতা শেষ হয়।





















