স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ‘চায়ের রাজধানী’ ও ‘প্রকৃতির শহর’ নামে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে নতুনভাবে বিশ্ব দরবারে তুলে ধরছে এখানকার উদ্যমী তরুণ প্রজন্ম। পাহাড়-পর্বত, সবুজ চা-বাগান, লেক-ঝর্ণা আর অপরূপ নিসর্গের সৌন্দর্যকে তারা তুলে ধরছেন আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে। তাদের লেন্সে ধরা পড়ছে প্রকৃতির রঙিন ছটা, চা-শ্রমিকদের জীবনচিত্র ও অজানা সব পর্যটন স্পট—যা ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশের কোটি মানুষের কাছে।
ফেসবুকে “স্বপ্নের শ্রীমঙ্গল”, Boy from Sreemangal, Monsur27 এবং Nature's Bloggers নামের পেজগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
“স্বপ্নের শ্রীমঙ্গল” পেজের অ্যাডমিন ইউসুফ শাহরিয়ার বলেন, “আমাদের শ্রীমঙ্গল এতটাই সুন্দর যে, অনেকে কাছ থেকে দেখার সুযোগ পান না। আমরা চাই ক্যামেরার মাধ্যমে সেই সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে। শুধু প্রকৃতি নয়, আমরা শ্রীমঙ্গলের সংস্কৃতি, চা-শ্রমিকদের জীবন ও পরিবেশ সংরক্ষণের বার্তাও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই।”
“Boy from Sreemangal” পেজের অ্যাডমিন দীপ চক্রবর্তী জানান, “ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের হাতে অসাধারণ সুযোগ এনে দিয়েছে। আমাদের শহরের প্রতিটি সকাল-বিকেল, ঝর্ণা-বাগান আর মানুষের গল্প যদি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, তবে শ্রীমঙ্গলের প্রতি আগ্রহ আরও বাড়বে।”
Monsur27-এর অ্যাডমিন মো. মনসুর আহমেদ বলেন, “শুধু পর্যটকদের চোখে সৌন্দর্য তুলে ধরা নয়, আমরা চাই নতুন প্রজন্ম বুঝুক—এই প্রকৃতি আমাদের সম্পদ, একে রক্ষা করা সবার দায়িত্ব।”
Nature's Bloggers-এর অ্যাডমিন ফাহিম আহমেদ জানান, “আমরা চাই শ্রীমঙ্গলের অজানা সৌন্দর্য সবাই জানুক। একই সঙ্গে আমাদের বার্তাও স্পষ্ট—প্রকৃতিকে যত বেশি ভালোবাসা যাবে, তত বেশি টিকে থাকবে।”
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এসব তরুণের কাজ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকেও বিশ্বমঞ্চে তুলে ধরছে। এর ফলে বাড়ছে পর্যটনের সম্ভাবনা, তৈরি হচ্ছে নতুন আগ্রহ।
সিলেট বাইকিং কমিউনিটির সদস্য ও স্থানীয় ট্রাভেলার সোলাইমান পাটোয়ারী বলেন, “তরুণদের এই কাজ শ্রীমঙ্গলের ভাবমূর্তি বদলে দিয়েছে। বাইরের মানুষ এখন শ্রীমঙ্গলকে নতুন চোখে দেখছে।”
কলেজ রোডের ব্যবসায়ী ও বাইক-ট্রাভেলার মো. আরিফ হোসেন জানান, “আমি নিজেও ভ্রমণপিপাসু মানুষ। সময় পেলেই দেশের নানা প্রান্তে ঘুরি। সম্প্রতি দেখছি, আমাদের তরুণদের ভিডিও আর ছবি দেখে শ্রীমঙ্গলে পর্যটকের সংখ্যা বাড়ছে। এতে স্থানীয় ব্যবসারও ভালো হচ্ছে।”
একজন সচেতন নাগরিকের মন্তব্যে যেন ফুটে উঠল সবার মনের কথা—“আমরা গর্বিত, কারণ আমাদের সন্তানরা শ্রীমঙ্গলের পাহাড়, বাগান আর প্রকৃতির কবিতাকে বিশ্বের দরজায় পৌঁছে দিচ্ছে।”
আজ শ্রীমঙ্গলের মানুষ সত্যিই গর্বিত। তরুণদের হাত ধরে তাদের প্রিয় শহরটি হয়ে উঠছে বিশ্ববাসীর কাছে প্রকৃতির কবিতার এক উজ্জ্বল প্রতীক।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.