মেরাজ বিন আশকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
“চিকিৎসা সেবায় সহযোগিতা—ইবাদত ও মানবতার শ্রেষ্ঠতম রূপ।” এই বিশ্বাসকে ধারণ করে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী জনপদ তাহিরপুরে প্রতিষ্ঠিত হয়েছে “চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুর”। অসুস্থতার যন্ত্রণা ও চিকিৎসা ব্যয়ের বোঝায় পিষ্ট অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে ২০২৩ সালের ১ অক্টোবর কিছু নিবেদিতপ্রাণ তরুণ ও সমাজহিতৈষীর উদ্যোগে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পটভূমি ও নেতৃত্ব :
হাওর-বাওর, নদী ও পাহাড় পরিবেষ্টিত তাহিরপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে মৌলিক চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। এই সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েই গড়ে ওঠে ফাউন্ডেশনটি। প্রতিষ্ঠাতা শূরা সদস্যদের মধ্যে রয়েছেন হাফিয মাওলানা আবু বাহরাম জুনাইদ আহমদ, হাফিয ক্বারী মুহাম্মদ মামুনুর রশিদ, মুফতি মুহাম্মদ নাজমুল ইসলাম, মাওলানা নাঈম আহমদ, মুফতি মাহফুজ আহমদ রুম্মান (রাহ.) ও ডা. জাকির হোসেন। এছাড়া কার্যকরী কমিটিতে রয়েছেন মাওলানা মেরাজ বিন আশকর ও বায়েজিদ তালুকদার।
লক্ষ্য ও উদ্দেশ্য
ফাউন্ডেশনটির মূল উদ্দেশ্য হলো—
আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবতার সেবা করা, তাহিরপুর উপজেলার হতদরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসা ব্যয় বহন, বাদাঘাট বাজারের চিকিৎসকদের সহযোগিতায় রোগীদের ভিজিট ফিতে ৫০% ছাড়ের ব্যবস্থা করা।
সদস্য হওয়ার যোগ্যতা :
সদস্য হতে হলে দ্বীনদার, মানবদরদী হতে হবে এবং প্রতিবছর জানুয়ারি মাসে ১,১০০ টাকা (অথবা শূরা কমিটি নির্ধারিত পরিমাণ) তহবিলে প্রদান করতে হবে। শূরা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
নীতিমালা ও শর্তাবলী :
ফাউন্ডেশনটি সম্পূর্ণ অলাভজনক ও রাজনীতিমুক্ত একটি সংগঠন। সদস্যদের অবদান কেবল সেবামূলক খাতে ব্যবহার করা হয়। এখানে কোনো পারিশ্রমিক বা ব্যক্তিস্বার্থ নেই। শূরা কমিটির পরামর্শ ও সমঝোতার ভিত্তিতেই সব কার্যক্রম পরিচালিত হয়।
২০২৪ সালের কার্যক্রম ও ব্যয় বিবরণ :
২০২৪ সালে ফাউন্ডেশনটি বিভিন্ন রোগীর চিকিৎসায় ১৮,৯১০ টাকা ব্যয় করে। এছাড়া মাওলানা মাহফুজ আহমদ রুম্মান (রাহ.)-এর পুত্র মুহাম্মদ বিন মাহফুজ-এর চিকিৎসার জন্য সমাজের দানশীল মানুষদের সহযোগিতায় ১৬,৭৫০ টাকা সংগ্রহ ও ব্যয় করা হয়। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় ৩৫,৬৬০ টাকা। এই অর্থ ব্যয়ের মাধ্যমে কিডনি রোগী রুজেদা বেগম, আলসার আক্রান্ত সুরেজা বেগম, অ্যাপেন্ডিসাইটিস রোগী মঞ্জুরুল হক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মাহমুদুল হাসান, কিডনি রোগী আব্দুল মালেকসহ একাধিক রোগী সরাসরি সহায়তা পেয়েছেন।
২০২৫ সালের সেবা কার্যক্রম :
চলতি বছরেও ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে ক্যান্সার আক্রান্ত মনফর আলীকে ২,০০০ টাকা, মাহমুদুল হাসানকে দুই ধাপে ১৫,০০০ টাকা, আগুনে দগ্ধ শিশু তাসলিমা আক্তারকে ৭,৫০০ টাকা এবং সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যাওয়া পারভেজ আহমদকে ৯,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা :
ফাউন্ডেশনটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে—
অসহায় রোগীদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্প আয়োজন, অলাভজনক ফার্মেসি প্রতিষ্ঠা, সাশ্রয়ী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু, এবং একটি পূর্ণাঙ্গ সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠা।
প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ জানিয়েছেন—মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য। দানশীল মানুষের সহযোগিতায় তাহিরপুর অঞ্চলের দরিদ্র জনগণ যেন ন্যায্য চিকিৎসা সুবিধা পায়, সে জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তাদের আহ্বান—“তোমরা পাশে থাকো, আমরা একসঙ্গে গড়ি একটি মমতাময় স্বাস্থ্যসমাজ।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.