দেশব্যাপী লকডাউনে শ্রীমঙ্গলে জামায়াত-শিবিরের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
স্বৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের দেশব্যাপী লকডাউনের প্রেক্ষিতে শ্রীমঙ্গলে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ (১৩ নভেম্বর) সকাল থেকে শহরের চৌমুহনা এলাকায় তারা অবস্থান নেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়ন জামায়াতের সভাপতি মনির মিয়া, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শফিজ উদ্দিন, সেক্রেটারি সফি আহমেদ সাইদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল এবং যুব বিভাগের সেক্রেটারি মহসিন আহমেদ রাহি প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
















