দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ বুধবার (২৮ মে) চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এবং ৭ জুন তথা ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এর আগে মঙ্গলবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট থেকে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়।
এর ফলে আগামী ৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে। ওই সময় মক্কার কাছাকাছি মিনায় হাজিদের অবস্থান নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শুরু হবে।
পরদিন ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন আরাফার ময়দানে অবস্থান করবেন হাজিরা। ১০ জিলহজ তথা ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.