দেশে ফিরলেন খিদমাহর চেয়ারম্যান; শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা

শিব্বীর বিন রশীদ, সিলেট প্রতিনিধি:
৩৭ দিনের স্মৃতিময় উমরক সফর শেষে দেশে ফিরেছেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা আবদূর রহমান কফিল। পবিত্র বায়তুল্লাহ ও মদীনা মনোয়ারার পবিত্র পরিবেশে কাটানো এই দীর্ঘ সফর শেষে গতকাল সিলেটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান জানিয়ে বরণ করেন পরিবারবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অনুভূতিময় বার্তায় তিনি লিখেন, “মনে হচ্ছে, এই তো মাত্র সেদিন বায়তুল্লাহর ছায়ায় পা রেখেছিলাম; অথচ চোখের পলকে সময়গুলো শেষ হয়ে গেল। কালো গিলাফ আর সবুজ গুম্বুজকে বিদায় জানানো কতটা কষ্টের—তা সত্যিই অনুভবের বিষয়।”
তিনি জানান, সফরে অনেক প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তবে ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সবার আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং সামনে আরও সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন।
মদীনা শরীফের বিমানবন্দর ছাড়ার আগে তিনি দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন সকল মুমিনকে বায়তুল্লাহর জিয়ারত ও মদীনা মনোয়ারার সফরের তাওফিক দান করেন।”
খিদমাহ ব্লাড ব্যাংকসহ বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে তাঁর অবদান ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হারামাইন সফর শেষে দেশে ফেরাকে ঘিরে সংগঠনের কর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও গভীর শ্রদ্ধাবোধ।





















