স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় কোর্ট রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার আব্দা এলাকার তরুণ সাংবাদিক সাজলুর রহমান।
গত মঙ্গলবার (১২ আগস্ট) নিয়োগ পত্র হাতে পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাজলুর রহমান।
নিয়োগপ্রাপ্তি ও কর্তৃপক্ষের কৃতজ্ঞতা আদায় করে সাজলুর রহমান বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমাকে কোর্ট রিপোর্টার হিসেবে দায়িত্ব অর্পণ করার জন্য। এটি আমার জন্য শুধু একটি পদ নয়, বরং পাঠক ও প্রতিষ্ঠানের প্রতি বড় ধরনের আস্থা ও দায়িত্বের প্রতীক।
সাংবাদিকতা এমন এক পেশা, যেখানে সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বাগ্রে রাখতে হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সঠিক তথ্য, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং পেশাগত সততা বজায় রেখে জনগণের চাহিদাসম্পন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে সচেষ্ট থাকব।
এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি নৈতিক অঙ্গীকারও বটে। আমি বিশ্বাস করি, সাংবাদিকতার কলম তখনই অর্থবহ হয়, যখন তা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেয়। ভবিষ্যতের পথচলায় সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যেন আমার লেখনী ন্যায় ও সত্যের পক্ষে অবিচল থাকতে পারে।
দৈনিক আলোকিত সকাল ছাড়াও সাজলুর রহমান দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে আইনজীবী সহকারী হিসেবেও পেশাগতভাবে যুক্ত রয়েছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.