নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে এক উঠান বৈঠক হয়েছে। গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার আশিদ্রোন এলাকার সরদার বাড়ি (মামুন-অর-রশিদ চেয়ারম্যানের বাড়ি) প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গণপরিষদ নির্বাচন, বিচারব্যবস্থার সংস্কার ও একটি নতুন সংবিধান রচনার দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতাদের মতবিনিময় হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখপাত্র ডা. তাসনিম জারা।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক ফাহাদ আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুগ্ম সমন্বয়কারী নিলয় রশিদ তন্ময়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, ‘দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে।’
এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা সবার কাছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে—তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী শামায়েল রহমান, সদস্য শাহিদ ইসলাম প্রমূখ সহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.