দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ সকাল ১০ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সি সি ডি বি অফিসের পূর্ব পার্শ্বে স্থানীয় তুফানের ভাটার ধারে ধান খেত থেকে শুভ সরেনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের ছেলে।
পুলিশ জানান, স্থানীয়রা ধান খেতে শুভ সরেনের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে।শুভ সরেনের মৃত দেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল, মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান বন্যপ্রাণীরা খেয়ে ফেলে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। ময়না তদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.