নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের জুড়ী থেকে ফেরার পথে নারী ও শিশুকে রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ–এর মৌলভীবাজার প্রতিনিধি মুফতি এহসান বিন মুজাহির। আল্লাহর অশেষ কৃপা ও সবার দোয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান তিনি।
ঘটনাটি শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জুড়ী–শ্রীমঙ্গল সড়কের পতনউষার এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, একটি সাইকেলের হর্ণ শুনেও হঠাৎ এক নারী শিশু সন্তানকে নিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে তাদের সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যে এহসান বিন মুজাহির মোটরসাইকেলের হার্ড ব্রেক ধরেন নারী–শিশুকে বাঁচানোর জন্য। এতে তিনি ও পেছনে থাকা সহযাত্রী কয়েক হাত দূরে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
হেলমেট থাকা এবং উভয় দিক থেকে বড় কোনো গাড়ি না আসায় তিনি বড় বিপদ থেকে রক্ষা পান। তবে হেলমেটটির অবস্থা হয়ে যায় শোচনীয়। মাথা, গাল, হাত ও পায়ে জখম হলেও প্রাণঘাতী আঘাত এড়ানো সম্ভব হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে কাছের একটি দোকানে প্রাথমিক চিকিৎসা দেন। প্রায় ২০ মিনিট পর তার জ্ঞান ফেরে। পরে ফার্মেসি থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি শ্রীমঙ্গলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চিকিৎসা সেবা নেন। সাথে থাকা আব্দুল হান্নানও সামান্য আহত হন।
উদ্ধারকারীরা জানান, যেই নারী ও শিশুকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তারা নাকি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।
দুর্ঘটনার পর এহসান বিন মুজাহির বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ কুদরতে এখন বেঁচে আছি। এমন এক্সিডেন্টে মানুষ সাধারণত বাঁচে না। আল্লাহর রহমত, আপনাদের দোয়া আর হেলমেট—এই তিনের বরকতেই নতুন প্রাণ পেয়েছি।”
তিনি আরও বলেন, “স্থানীয় মানুষরা যেভাবে ছুটে এসে আমাদের সহযোগিতা করেছেন—তা কখনো ভুলার নয়।”
তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন যাতে আল্লাহ ভবিষ্যতে সকল বিপদ–আপদ থেকে নিরাপদে রাখেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.