স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার শাখাইতি গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, দ্বীনি খেদমতে আপোষহীন প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা রিয়াজউদ্দীন সাহেব ইন্তিকাল করেছেন। গত রাত ভোর ৩টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা রিয়াজউদ্দীন প্রবাসী নাশিদ ব্রান্ডের পরিচালক শিল্পী আরিফ রব্বানীর পিতা ছিলেন। এলাকায় তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও দ্বীনি কাজে নিবেদিতপ্রাণ আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।
আজ আছরের নামাজের পরপরই শাখাইতি দারুল হাদিস মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী, এলাকাবাসী এবং সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফীক দিন—এ দোয়া জানিয়েছেন স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.