অনলাইন ডেস্ক:
নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার হলো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গণকিয়া গ্রামের রিমা বেগমের (২৮) নিথর দেহ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, কুলাউড়ার লতিফ মিয়ার মেয়ে রিমা বেগমের বিয়ে হয়েছিল নরসিংদীতে। স্বামী প্রবাসে থাকায় শাশুড়ির মৃত্যুর পর তিনি শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে মাধবদীতে বসবাস করছিলেন। প্রায় ২৫ দিন আগে রিমা নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
আজ (শুক্রবার) দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি রিমার ভাইকে ফোন দিয়ে জানান, তিনি তার বোনকে নিয়ে আসছেন। পরে কুলাউড়া ফায়ার সার্ভিস অফিসের সামনে এসে তিনি দেখতে পান—একটি প্রাইভেটকারে রিমা অচেতন অবস্থায় পড়ে আছেন, সঙ্গে রয়েছে তিনজন যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
রিমাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুলাউড়া জুড়ে নেমে এসেছে শোক ও হতবাক নীরবতা। কি কারণে রিমা নিখোঁজ হয়েছিলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কুলাউড়া থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.