পরিচ্ছন্ন গ্রাম গড়ার স্বপ্নে মক্তব শিক্ষার্থীদের সাফাই অভিযান

স্টাফ রিপোর্টার:
সমাজের প্রতি দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার চেতনা জাগ্রত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজডিহি গ্রামের “রহমানিয়া নুরানি সবাহি মক্তব” এর শিক্ষার্থীরা হাতে নিয়েছে এক প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় রাস্তার দুই পাশের জঙ্গল সাফাই করে তারা পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে মক্তবের শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে এই সাফাই অভিযানে অংশ নেন। ঝাড়ু, কোদাল ও অন্যান্য সরঞ্জাম হাতে নিয়ে তারা গ্রামের প্রধান সড়কের দুই পাশের আগাছা, ঝোপঝাড় ও ময়লা পরিষ্কার করেন।
অভিযানটি পরিচালনা করেন মক্তবের পরিচালক মাওলানা মাকবুল রাব্বানী। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের শিশুরা যেন ছোটবেলা থেকেই সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববান হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের মনে নৈতিকতা, পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। আজকের এই সাফাই অভিযানে শিশুদের আন্তরিক অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলেছে।”
অভিযানে অংশ নেওয়া এক শিক্ষার্থী হাসিমুখে জানায়, “আমরা নিজেরাই রাস্তা পরিষ্কার করেছি। খুব ভালো লাগছে। এখন থেকে কেউ নোংরা করলে আমরা তাকে বলব যেন ফেলে না।”
স্থানীয় বাসিন্দারাও মক্তবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। ছোটদের এমন সচেতনতা বড়দেরও অনুপ্রাণিত করে।”
মাজডিহির রহমানিয়া নুরানি সবাহি মক্তবের এই উদ্যোগ শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়; এটি এক নতুন ভাবনার বীজ—যেখানে শিশুর হাতে ঝাড়ু, কিন্তু হৃদয়ে দায়িত্ববোধ ও সমাজ বদলের স্বপ্ন।


















