পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু

পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী ও সময়োপযোগী এক উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) মৌলভীবাজার সার্কিট হাউসে এই কার্যক্রমের আওতায় জেলা সদরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সবুজে ঢাকা মৌলভীবাজারকে আরও সবুজ করে তুলতে এই কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা। আমরা চাই শিক্ষার্থীরা প্রকৃতির বন্ধু হয়ে উঠুক। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে একটি দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। তাই এই বছর এক লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচি জেলা প্রশাসন হাতে নিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি গাছের চারা দেয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার আরও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা বিতরণ কার্যক্রম চলবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে পরিবেশপ্রেমীদের কাছেও।

















