স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর নেতৃত্বে জেলা প্রশাসক মৌলভীবাজারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির অনুসরণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিস জেলা সংগঠন সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, কর্মী মাওলানা রুহুল আমীন রুবেল, মাওলানা মহসীন আহমেদ আজাদ, এবং খেলাফত ছাত্র মজলিস জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী প্রমুখ।
এছাড়াও খেলাফত মজলিসের জেলা, পৌর ও সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.