স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বই পড়া উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে বই পড়া প্রতিযোগিতা ২০২৫। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ আগস্ট) ‘মুকুল’ পর্বের পরীক্ষা উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয়।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা শ্রেণি পাঠ্যক্রমের বাইরে নির্বাচিত ৬৪টি গল্প, প্রবন্ধ ও উপন্যাস পড়ে পরীক্ষা দেন। প্রশ্নপত্রে সংক্ষিপ্ত উত্তর ও সম্প্রসারণমূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিযোগিতা তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ মুকুল পর্বে প্রতিটি শ্রেণি থেকে পাঁচজন সেরা শিক্ষার্থী বাছাই করা হবে। পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা লটারির মাধ্যমে বই নির্বাচন করে মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশ নেবে। চূড়ান্ত ধাপে উপজেলা পর্যায়ে বড় পরিসরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিভাগ থেকে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব, আর পাঠ সহযোগী হিসেবে কাজ করছে কলেজ রোডস্থ ‘উত্তরণ’। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই তারা নিজেরাই সংগ্রহ করবে, তবে বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও বই নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, “শিশু-কিশোররা বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ হবে। আমরা চাই শিক্ষার্থীরা কেবল পরীক্ষার জন্য নয়, জীবনের জন্যও পড়ুক।”
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনা এবং আত্মপ্রকাশের সুযোগও তৈরি করবে। শিক্ষার্থীরা বিভিন্ন গল্প ও প্রবন্ধের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো অনুধাবন করবে।
অভিভাবক ও শিক্ষকদের মতে, বই পড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতা, পাঠাভ্যাস এবং নৈতিক গুণাবলীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, এ ধরনের কার্যক্রম আগামীতে আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাসের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার চর্চা বৃদ্ধিতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। তারা বলেন, এটি শিক্ষার্থীদের জীবনে পাঠের গুরুত্ব বোঝাতে সাহায্য করবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এই বই পড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পাঠাভ্যাস এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.