স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের বহুল আলোচিত ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাল শাপলা বিল দিন দিন হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়—বিলে পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পানির অভাবে শাপলার গোঁড়ায় কাদা জমে ফুল ঠিকভাবে ফোটতে পারছে না।
এদিকে, দর্শনার্থীদের অসচেতন আচরণে ফুল ছিঁড়ে ফেলার প্রবণতা বিলে আরও বিরূপ প্রভাব ফেলছে। অনেক জায়গায় দেখা গেছে, ছবি তোলার জন্য শাপলা গাছ ভেঙ্গছেন অনেকে। এতে শুধু চলতি মৌসুমের সৌন্দর্যই নয়, পরের মৌসুমের ফুল ফোটার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা জানান, গত কয়েক সপ্তাহে এখানে দর্শনার্থীর চাপ বেড়েছে। কিন্তু পর্যটন ব্যবস্থাপনার অভাব, সচেতনতার ঘাটতি ও সুরক্ষার ব্যবস্থা না থাকায় বিলের শাপলা টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
বিল ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা যায় হতাশা ও উদ্বেগ। মৌলভীবাজার থেকে ঘুরতে আসা খলিলুর রহমান নামের এক দর্শনার্থী বলেন, “ভিডিও দেখে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি পানি কম, অনেক শাপলা ভাঙা। কিছু লোক ফুল ছিঁড়ে ছবি তুলছে—এটা খুবই দুঃখজনক। সবাই যদি একটু সচেতন হতো, প্রকৃতি আরও সুন্দর থাকতো।”
আরেক দর্শনার্থী মঞ্জুর খান বলেন, “এতো সুন্দর জায়গাটাকে নষ্ট হতে দেখলে খারাপ লাগে। অন্তত কিছু নিয়ম করা উচিত। ফুল ছিঁড়া নিষিদ্ধ করলে কিংবা সাইনবোর্ড দিলে মানুষ হয়তো সচেতন হবে।”
প্রকৃতিপ্রেমীরা বলছেন, শাপলা বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে বিলের পানি ধরে রাখার ব্যবস্থা, ফুল ছিঁড়ে নেওয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও পর্যটকদের জন্য সচেতনতামূলক সাইনবোর্ড প্রয়োজন।
একসময় লাল শাপলার অপরূপ রূপে বিমোহিত হত দর্শনার্থীরা। কিন্তু পানি সংকট ও মানুষের অসচেতনতার কারণে আজ সেই সৌন্দর্য হারাতে বসেছে। এখনই প্রয়োজন প্রকৃতিবান্ধব উদ্যোগ—না হলে হারিয়ে যেতে পারে শ্রীমঙ্গলের এই মনোমুগ্ধকর শাপলা বিল।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.