স্টাফ রিপোর্টার:
“প্রতিবাদহীনতার সংস্কৃতি ভাঙতে হবে, গড়ে তুলতে হবে জবাবদিহিতামূলক রাষ্ট্র”— এমন আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের পূর্বে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে নিজস্বভাবে তাদের দায়িত্ব পালনের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে পারিনি। ফলে বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নেই যেটি প্রশ্নবিদ্ধ হয়নি। তাই এখনই সময় সেই অবস্থান থেকে বেরিয়ে আসার, আত্মমর্যাদাশীল হওয়ার। আপনি যদি ক্রিতদাসের মতো আচরণ করেন, কখনো আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হতে পারবেন না। অন্যায়কারী নেতা বা ক্ষমতাবান যেই হোক না কেন, তার অন্যায়কে সমর্থন করে আপনি আত্মমর্যাদার কথা বলতে পারেন না।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, “আপনি প্রতিবাদ করলে মামলা হবে, বিপ্লবী হলে জেলখানায় যেতে হবে, নেতৃত্ব দিলে গুম হতে পারেন বা জীবন্ত কবর দেওয়া হবে— এসব আমরা দেখেছি। আমরা ভুলে যাই, সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। প্রতিবাদহীনতার এই সংস্কৃতি আমাদের ছিন্ন করতে হবে। প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি বিনিয়োগ, বাজেট ও অর্থব্যয়ের যথার্থতা জনগণের পক্ষ থেকে জানতে হবে। এভাবেই জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “একটা ভুল পথে চললে কখনো সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব নয়। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না; অন্ধকার দূর করতে আলো দরকার। মিথ্যা মিথ্যাকে মুছে দিতে পারে না, মিথ্যা দূর করতে সত্য দরকার। অন্যায় দূর করতে ন্যায় লাগবে। সমাজের আবর্জনা দূর করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে— অটোমেটিক কিছুই হবে না।”
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.