স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
বরুণার পীর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ.-এর আদর্শ ও মিশন বাস্তবায়নের প্রত্যয়ে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ফেদায়ে ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
সভায় মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী-কে সভাপতি এবং মুফতি আহসান আহমাদ খান-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন—মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মাওলানা শেখ হাদী আলম হামিদী, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান মাক্কী, মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, মাওলানা হিলাল আহমদ সিলেটী, মাওলানা আবু খালেদ সিরাজী, মাওলানা ইমদাদুল্লাহ খান জকিগঞ্জী, মাওলানা আব্দুল গফুর শ্রীমঙ্গলী, মাওলানা মামুন আলম হামিদী, মাওলানা শেখ আহমদ আফজাল হামিদী, মাওলানা আজিজুর রহমান বাহুবলী, মাওলানা আব্দুল বাসিত রাজনগরী, হাফেজ মাওলানা নাজমুল হক, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সা‘দ আমীন হামিদী, মাওলানা ফয়সল বিন কাসিম, মাওলানা কাওসার বিন কাসিম, মাওলানা তারেক আহমদ চৌধুরী, মাওলানা খলীল আহমদ কুলাউড়ী, মাওলানা আদনান আলম হামিদী, মাওলানা আহমদ বিন কাসিম, মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের, মাওলানা আনহার উদ্দিন ও মাওলানা মুহাম্মদ বিন কাসিম।
সিনিয়র সহ-সভাপতি হাফেজ হাম্মাদ বিন কাসিম, সহ-সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান কাসিমী, মাওলানা কামরুল ইসলাম মুজাহিদ, মুফতি মো. আফজাল হোসাইন, মাওলানা হাফেজ উবায়দুল হক, মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুফতি মো. ফুরকান আহমদ, মাওলানা আব্দুল আলীম (জর্দান প্রবাসী), মাওলানা মুফাসসির আহমদ, মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান, মাও. আহমদ যুবায়ের জুয়েল, মাও. হাসান আহমদ, মাওলানা শুয়াইব আল বরুণী, মাওলানা হাফেজ দ্বীন ইসলাম, মাওলানা আবুল বাশার (দুবাই প্রবাসী), মাওলানা আসাদুল্লাহ (দুবাই প্রবাসী), মাওলানা মুমিনুল হক সফর, মাওলানা সাইফুর রহমান শাকির, মাওলানা আহমদ বশির ও মাওলানা হায়দার আলী,
সহ-সাধারণ সম্পাদক মুফতি ফাহিম আল হাসান, মুফতি সাব্বির আহমদ, মুফতি জাকির আহমদ, হাফেজ মাওলানা ওলিউর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হোজায়ফা, মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার ও হাফেজ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ সুলাইমান, সহ-অর্থ সম্পাদক
মাওলানা সৈয়দ নাবিল, মাওলানা সুলতান হোসাইন ইবান ও মাওলানা কামরুল আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সালিকুর রশিদ, সহ-প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা শিহাবুদ্দিন, অফিস সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ-অফিস সম্পাদক মুফতি মাওলানা ফুরকান আহমদ ও হাফেজ শামসুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ শামসুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক
মাওলানা সৈয়দ রেজওয়ান সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রাফে, দাওয়া বিষয়ক সম্পাদক
মুফতি আইনুদ্দিন আল আজাদ, সহ-দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাজিদ আল হাফিজ ও হাফেজ মাওলানা জামীল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক হাফেজ জুবায়ের আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শাফির আহমদ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ, হাফেজ মাওলানা আব্দুশ শহীদ, হাফেজ মাওলানা আব্দুস সুবহান, হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, মৌলভী মোহাম্মদ জমির আলী ও মাওলানা নাইম বিন কালাম।
নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ, মাওলানা নুরুল ইসলাম সোহাগ, মাওলানা মুজতাহিদ আহমদ, মাওলানা রুম্মান আহমদ, মাওলানা আনোয়ার আহমদ ও হাফেজ জুবায়ের আহমদ জুনায়েদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ফেদায়ে ইসলাম রহ. আগামীতেও দ্বীনি দাওয়াহ, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ফেদায়ে ইসলাম রহ. ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য—বরুণার পীর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার আয়োজন, বরুণা মাদরাসার ছালানা ইজলাছ উপলক্ষে বিশেষ বুলেটিন ‘ফেদায়ে ইসলাম’ প্রকাশ, করোনাকালীন ফ্রি মাস্ক বিতরণসহ নানাবিধ সামাজিক উদ্যোগ, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.