ফ্রান্সে শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটির আত্মপ্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘একতাই শক্তি, একতাই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ত-মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটির আত্মপ্রকাশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৯জুন) ফ্রান্সের প্যারিসে মো. শফিক আলীর সভাপতিত্বে ও মো. মাইদুল ইসলাম মহসিনের উপস্থাপনায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। এতে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন— সভাপতি আলী মুকিত, সহসভাপতি মো: আব্দুল হামিদ, মো: শাহ আলম, মো: আলী হোসেন, সাধারণ সম্পাদক মো: নবীব মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: উসমান গনি, মো: তহিদুর রহমান, মো: রিজান চৌধুরী, মো: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মাইদুল ইসলাম (মহসিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো: তারেক হোসেন, মো: ইকবাল হোসেন, মো: ফাহিম আহমেদ, দপ্তর সম্পাদক মো: আব্দুল কাশেম, প্রচার সম্পাদক মো: এংরাজ মিয়া, সহপ্রচার সম্পাদক মো: আমিনুল ইসলাম, মো: ওবাইদুল হক (মিলন), অর্থ-সম্পাদক মো: এংরাজ আহমেদ (রাজ), সহকারী অর্থ সম্পাদক মো: শাওন আহমেদ, কার্যকরী সদস্য প্রধান মো: শফিউর রহমান (শফিক), কার্যকরী সদস্য নাইমুল ইসলাম নাঈম।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মো: নবীব মিয়া বলেন, মানবসেবা মহৎ একটি কাজ। এ কাজে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। মূলত আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের সাধ্যানুযায়ী সমাজের গরীব, অসহায়, হতদরিদ্র মানুষ ও অন্যান্য সেবামূলক কাজ করার লক্ষ্যে আমাদের এ সংগঠনের যাত্রা।
তিনি আরও বলেন, আমরা যেহেতু শ্রীমঙ্গলের সন্তান। সেজন্য এ মাটি ও মানুষের জন্য কিছু কাজ করা আমাদের দায়িত্ব। সুতরাং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এ সংগঠনের পথচলা। শ্রীমঙ্গল উপজেলার মাটি ও মানুষের জন্য কিছু কাজ করার ইচ্ছা রাখি। আমাদের এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে সংগঠনের সফলতা ও সকলের দীর্ঘায়ু কামনা করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
















