স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৯ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত তিনজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বড়লেখা থানার পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অপরদিকে, আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হয়েছেন।
বাকি ছয়জন আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানের সময় তারা গোপনে বিভিন্ন স্থানে অবস্থান করলেও পুলিশের কৌশলী তৎপরতায় ধরা পড়েন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, বিশেষ অভিযানটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয় এবং এতে স্থানীয় একাধিক পুলিশ সদস্য অংশ নেন।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত তিনজনসহ ৯ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.