স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটি, কেন্দ্রীয় শাখা ফ্রান্সের আয়োজনে কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী জাবেদ আহমদ জিলানী ও গীতা পাঠ করেন দুর্জয় রায়।
শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য এক আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্ব দিকের সহযোগী সম্পাদক মো. সালাহ উদ্দিন ইবনে শিহাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ। তিনি বলেন, “এই সম্মাননা শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, তবে এটি যেন ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হয়ে ওঠে। কেবল সনদ নয়, শিক্ষা হতে হবে নৈতিকতার, দায়িত্বশীলতার এবং মানবিকতার। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের চালিকাশক্তি। তোমাদের জীবন আলোকময় হোক”
তিনি আরও বলেন, অনুষ্ঠানের আয়োজক প্রবাসী যারা আছেন, প্রবাসে অক্লান্ত পরিশ্রম করেও আমাদের শিক্ষার্থীদের কথা ভাবছেন, এটা আমাদের জন্য পরম পাওয়া। আয়োজকদের কৃতজ্ঞতা আদায় করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক প্রফেসর রফিক আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আব্দুর রউফ, মো. জসিম উদ্দিন, আলী আহমদ, তোফায়েল আহমদ, মিজানুর রহমান, মো. আল আমিন, মোছা: তুজমিলা খানম মাঈশা প্রমূখ
সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জীবনের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশেরও সাফল্য। তোমাদের অর্জন অন্যদের জন্য প্রেরণা হয়ে থাকবে।”
আলোচকবৃন্দ কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও অধ্যবসায়ী হয়ে সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ আয়োজন আমাদের আগামী জীবনে আরও অনুপ্রাণিত করবে। আমরা শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি।
আয়োজক কমিটির অন্যতম দায়িত্বশীল মো. আরিফ হোসেন বলেন, ইউরোপের ফ্রান্সে অবস্থানরত আমাদের ভাইবন্ধুদের সম্মিলিত সংগঠন শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটি প্রথম বারের মতো এ আয়োজন করেছে। আমাদের এ আয়োজনে যেসকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা সাড়া দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করি। ইনশাআল্লাহ, আগামী দিনেও উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি যাঁদের অক্লান্ত পরিশ্রমে আজকের এ আয়োজন—ইউরোপের ফ্রান্সে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীলদেরও কৃতজ্ঞতা আদায় করি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এক আনন্দঘন পরিবেশে পুরো অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.