বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মৌলভীবাজার প্রতিনিধি:
ধর্মীয় অবমাননার অভিযোগে অভিযুক্ত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ যোহর শহরের দেওয়ানী মসজিদ চৌমুহনা এলাকায় ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ মৌলভীবাজার এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা অভিযোগিত ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও ধর্মীয় অবমাননার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রত্যাশিত পদক্ষেপ দেখা যায় না। তারা দাবি জানান, এ ধরনের সংবেদনশীল বিষয়ে বিলম্ব জনমনে উদ্বেগ সৃষ্টি করে। তাই দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আইনসম্মত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক শান্তি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে অপপ্রচার, উসকানি বা ঘৃণাসৃষ্টিকারী বক্তব্য পরিহার করে আইনের প্রতি আস্থা রাখারও আহ্বান জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

















