1. admin@voiceofsreemangal.com : admin :
  2. suzannamichell@solstris.com : coralbarreiro23 :
  3. cecilewiley@solstris.com : dominiquecrump :
  4. earnestinechauncey@solstris.com : ermamorwood295 :
  5. jadajaime@solstris.com : haiguenther :
  6. lateshacandida@solstris.com : jeroldmccorkinda :
শ্রীমঙ্গল ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা ৮ দফা দাবিতে শমশেরনগরে রেলপথ অবরোধের সমর্থনে মানববন্ধন টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে রেলওয়ের অভিযান ৩০ অক্টোবর থেকে ‘মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২৬’-এর রেজিস্ট্রেশন শুরু মৌলভীবাজারে যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার-২ শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ম বার্ষিকী মহা সম্মেলন অনুষ্ঠিত শনিবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না মানব সম্পদ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কুলাউড়ায় ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ ১৪ আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

বারবার ধর্ম অবমাননা, ধর্ম মন্ত্রণালয়ের দায় কতটুকু?

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু সাঈদ

দেশে সবচেয়ে অবহেলিত ও প্রভাবহীন মন্ত্রণালয় হলো ধর্ম মন্ত্রণালয়। কিন্তু দুঃখজনক হলো, আমাদের চাওয়া সবচেয়ে বেশি এই মন্ত্রণালয়ের প্রতিই। এখন মন্ত্রণালয় যদি তার সীমাবদ্ধতার কারণে কিছু করতে না পারে, তাহলে আমরা মন্ত্রণালয় প্রধানকে জানাজা পড়িয়ে ফেলি। আর বলি, কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিলেই তো হয়।

এখন প্রশ্ন হলো, মন্ত্রণালয় প্রধান দায়িত্ব ছেড়ে দিলে তো আরেকজনকে দায়িত্ব নিতে হবে। তিনি কে হবেন? আর তিনি এসেই বা এসব ক্ষেত্রে সরব ভূমিকা কি রাখতে পারবেন? পারবেন না। কারণ, রাষ্ট্রের মেকানিজমটাই ধর্ম মন্ত্রণালয়কে টুটি চেপে ধরে রেখেছে। সুতরাং নতুন যিনি আসবেন, তাকেও বর্তমান প্রধানের মতো দায়িত্ব ছাড়তে হবে।

এভাবে যদি দায়িত্ব ছাড়তে থাকে, তাহলে পুরো অন্তর্বর্তী মেয়াদ কালে লাগাতার দায়িত্ব ছাড়ার মধ্যেই থাকতে হবে।

দুই.

এখন যিনি ধর্ম মন্ত্রণালয়, তার নানা ত্রুটি-বিচ্যুতি আছে। সেটি অবশ্যই সমালোচনা করতে হবে। কিন্তু তার কাছে বেশি আশা করে জানাজা পড়ার তো দরকার আছে বলে মনে করি না। তিনি টুকটাক কিছু কাজ করছেন। তাকে কাজ করতে দেন। আরও কী কী কাজ করার তিনি উদ্যোগ নিতে পারবেন, ওসব নিয়ে দিক-নির্দেশনা দিন। তার সাথে সাক্ষাতে কথা বলুন। এভাবে ভেতরের মেকানিজমে কিছু সুযোগ অন্তত তিনি তৈরি করুক। এটা কম ফায়দা কিসের।

তিনি দায়িত্বে আছেন। কুরআন অবমাননা বা ধর্ম অবমাননার মতো ইস্যুগুলো এলো। তিনি চুপ থাকলেন। কিছু বলতে পারলেন না। এতে তো তার ঈমান চলে যায়নি। সর্বোচ্চ তিনি দুর্বল ঈমানের পরিচয় দিয়েছেন।

তো ভাই, এসব ইস্যুতে গণমানুষের দাবি আদায়ের উপায় তো কেবল ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ নয়। আমি-আপনি রাজপথে নামি। নিজেদের দাবি আদায়ে তৎপর হই। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা নিই। তখন যদি তিনি আমাদের সহযোগিতা না করেন, তাহলে না হয়, কঠোর সমালোচনা করা গেল। কিংবা তার পদত্যাগের দাবি জানানো গেল। এখন আমি যদি এভাবে গঠনমূলক কিছু না করে কেবল ধর্ম উপদেষ্টার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে লেগে যাই, তাহলে তো ফোকাস মূল জায়গা থেকে সরে যাবে।

তিন.

এই ধরনের ইস্যুগুলো দেশীয় আইনের মাধ্যমেও সমাধান হওয়ার নয়। কারণ, আইন হলে যখন কেউ এই অপরাধ করবে, তার ঘরানার সুশীল বুদ্ধিজীবীরা নানা বয়ান নিয়ে হাজির হবেন -যেমনটি এখনকার কুরআন অবমাননার ইস্যুতে হয়েছে- তখন আইন কার্যকর হবে না। এরচেয়ে ভালো এই ধরনের ইস্যুতে ধর্মপ্রাণ, কুরআন প্রেমিক ও আশিকে রাসূলের কেউ ‘মানসিক ভারসাম্যহীন’ হয়ে যাওয়া এবং তিনিই উচিত শিক্ষা দিয়ে দেওয়া। এরপর যারা বুদ্ধিজীবী আছেন, তারাও নানা বয়ানের মধ্য দিয়ে ওই ‘মানসিক ভারসাম্যহীনকে’ সেইফ অ্যাক্সিট দেওয়া। বিভিন্ন দেশে যে অবমাননার ইস্যু কমেছে, ইতিহাস ঘাটলে এটিই পাবেন সমাধান।

এর অর্থ হচ্ছে, মূল যে সমাধান, সেদিকে আমরা কেউ ফোকাস করছি না। উল্টো কম উচিত বিষয়গুলো নিয়ে আমরা উঠেপড়ে লাগি। দিনশেষে, নিজ ঘরানারই এক ভাই আরেক ভাইকে শত্রু ভাবাপন্ন করে ফেলি। তাই আসুন, ধর্ম উপদেষ্টার জানাজা না পড়ে নিজেদের কর্মকুশল ঠিক করি। 

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আমিন।

লেখক: সহ-সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত; শিক্ষক, মাদরাসাতুত তাকওয়া, ঢাকা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৬১২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

বারবার ধর্ম অবমাননা, ধর্ম মন্ত্রণালয়ের দায় কতটুকু?

আপডেট সময় : ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আবু সাঈদ

দেশে সবচেয়ে অবহেলিত ও প্রভাবহীন মন্ত্রণালয় হলো ধর্ম মন্ত্রণালয়। কিন্তু দুঃখজনক হলো, আমাদের চাওয়া সবচেয়ে বেশি এই মন্ত্রণালয়ের প্রতিই। এখন মন্ত্রণালয় যদি তার সীমাবদ্ধতার কারণে কিছু করতে না পারে, তাহলে আমরা মন্ত্রণালয় প্রধানকে জানাজা পড়িয়ে ফেলি। আর বলি, কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিলেই তো হয়।

এখন প্রশ্ন হলো, মন্ত্রণালয় প্রধান দায়িত্ব ছেড়ে দিলে তো আরেকজনকে দায়িত্ব নিতে হবে। তিনি কে হবেন? আর তিনি এসেই বা এসব ক্ষেত্রে সরব ভূমিকা কি রাখতে পারবেন? পারবেন না। কারণ, রাষ্ট্রের মেকানিজমটাই ধর্ম মন্ত্রণালয়কে টুটি চেপে ধরে রেখেছে। সুতরাং নতুন যিনি আসবেন, তাকেও বর্তমান প্রধানের মতো দায়িত্ব ছাড়তে হবে।

এভাবে যদি দায়িত্ব ছাড়তে থাকে, তাহলে পুরো অন্তর্বর্তী মেয়াদ কালে লাগাতার দায়িত্ব ছাড়ার মধ্যেই থাকতে হবে।

দুই.

এখন যিনি ধর্ম মন্ত্রণালয়, তার নানা ত্রুটি-বিচ্যুতি আছে। সেটি অবশ্যই সমালোচনা করতে হবে। কিন্তু তার কাছে বেশি আশা করে জানাজা পড়ার তো দরকার আছে বলে মনে করি না। তিনি টুকটাক কিছু কাজ করছেন। তাকে কাজ করতে দেন। আরও কী কী কাজ করার তিনি উদ্যোগ নিতে পারবেন, ওসব নিয়ে দিক-নির্দেশনা দিন। তার সাথে সাক্ষাতে কথা বলুন। এভাবে ভেতরের মেকানিজমে কিছু সুযোগ অন্তত তিনি তৈরি করুক। এটা কম ফায়দা কিসের।

তিনি দায়িত্বে আছেন। কুরআন অবমাননা বা ধর্ম অবমাননার মতো ইস্যুগুলো এলো। তিনি চুপ থাকলেন। কিছু বলতে পারলেন না। এতে তো তার ঈমান চলে যায়নি। সর্বোচ্চ তিনি দুর্বল ঈমানের পরিচয় দিয়েছেন।

তো ভাই, এসব ইস্যুতে গণমানুষের দাবি আদায়ের উপায় তো কেবল ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ নয়। আমি-আপনি রাজপথে নামি। নিজেদের দাবি আদায়ে তৎপর হই। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা নিই। তখন যদি তিনি আমাদের সহযোগিতা না করেন, তাহলে না হয়, কঠোর সমালোচনা করা গেল। কিংবা তার পদত্যাগের দাবি জানানো গেল। এখন আমি যদি এভাবে গঠনমূলক কিছু না করে কেবল ধর্ম উপদেষ্টার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে লেগে যাই, তাহলে তো ফোকাস মূল জায়গা থেকে সরে যাবে।

তিন.

এই ধরনের ইস্যুগুলো দেশীয় আইনের মাধ্যমেও সমাধান হওয়ার নয়। কারণ, আইন হলে যখন কেউ এই অপরাধ করবে, তার ঘরানার সুশীল বুদ্ধিজীবীরা নানা বয়ান নিয়ে হাজির হবেন -যেমনটি এখনকার কুরআন অবমাননার ইস্যুতে হয়েছে- তখন আইন কার্যকর হবে না। এরচেয়ে ভালো এই ধরনের ইস্যুতে ধর্মপ্রাণ, কুরআন প্রেমিক ও আশিকে রাসূলের কেউ ‘মানসিক ভারসাম্যহীন’ হয়ে যাওয়া এবং তিনিই উচিত শিক্ষা দিয়ে দেওয়া। এরপর যারা বুদ্ধিজীবী আছেন, তারাও নানা বয়ানের মধ্য দিয়ে ওই ‘মানসিক ভারসাম্যহীনকে’ সেইফ অ্যাক্সিট দেওয়া। বিভিন্ন দেশে যে অবমাননার ইস্যু কমেছে, ইতিহাস ঘাটলে এটিই পাবেন সমাধান।

এর অর্থ হচ্ছে, মূল যে সমাধান, সেদিকে আমরা কেউ ফোকাস করছি না। উল্টো কম উচিত বিষয়গুলো নিয়ে আমরা উঠেপড়ে লাগি। দিনশেষে, নিজ ঘরানারই এক ভাই আরেক ভাইকে শত্রু ভাবাপন্ন করে ফেলি। তাই আসুন, ধর্ম উপদেষ্টার জানাজা না পড়ে নিজেদের কর্মকুশল ঠিক করি। 

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আমিন।

লেখক: সহ-সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত; শিক্ষক, মাদরাসাতুত তাকওয়া, ঢাকা