বালাগঞ্জে রিশতার উদ্যোগে ফরজে ইলম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় রিশতার উদ্যোগে দীর্ঘদিনব্যাপী ফরজে ইলম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নাশিদ মাহফিল সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
এ প্রতিযোগিতায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারসহ আশপাশের এলাকার প্রায় ১৮টি স্কুল ও কলেজ থেকে সাড়ে চারশোরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ১০৮ জন শিক্ষার্থী মূল পর্বে উত্তীর্ণ হন। সোমবার সকাল ১০টা থেকে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলে মূল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ‘নাজাত’ ও ‘ফালাহ’—এই দুই গ্রুপে মোট ২০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন।
বিকেল ২টা থেকে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে রিশতার গুরুত্বপূর্ণ সদস্য লাবীব হুমায়দী ও ফারহানুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রতিযোগিতা পরিচালিত হয়। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে ফালাহ ও আজাদ গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রিশতার উপদেষ্টা হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, আলোচনা পেশ করেন সুলতানপুর মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা নুরমানুল হক, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা সাফওয়ানুল হক চৌধুরী এবং দেওয়ানবাজার কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
এছাড়া রিশতার কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হাতিম আল ফেরদৌসী।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা প্যাকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ফরজে ইলম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















