বিসিএসে মৌলভীবাজারের আট মেধাবী মুখের জয়যাত্রা

স্টাফ রিপোর্টার:
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মৌলভীবাজার জেলার ৮ জন মেধাবী মুখ। তাঁদের মধ্যে শুধু শ্রীমঙ্গল উপজেলা থেকেই রয়েছেন ৪ জন। তাঁরা হলেন ডা. নিশাত নাওয়াল মুমু, ডা. আকাশ নুনিয়া, ডা. সোনালি রায় ও ডা. দীপ্ত দেব। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার ডা. তাহমিদুল হক চৌধুরী, রাজনগরের ইটা চা বাগানের সন্তান ডা. সঞ্জিত যাদব, কমলগঞ্জের শমসেরনগর চা বাগানের ডা. অনিকেত বর্মা এবং একই উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রামের ডা. সুদীপ কুমার সিনহাও এ সাফল্যের অংশীদার।
এবারের বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ইতিহাস গড়েছেন জেলার চা শ্রমিক পরিবারের কয়েকজন সন্তান এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরাও। বিশেষ করে ডা. আকাশ নুনিয়া, ডা. অনিকেত বর্মা, ডা. সঞ্জিত যাদব চা জনগোষ্ঠীর গর্ব হয়ে উঠেছেন। তাঁদের সাফল্য এখন চা বাগানের শিক্ষার্থীদের অনুপ্রেরণার প্রতীক। একইভাবে চিকিৎসক মনোনীত হয়ে সমগ্র মণিপুরী সম্প্রদায়ের গর্বের কারণ হয়েছেন ডা. সুদীপ কুমার সিনহা।
উপজেলা ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয়রা এ সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। শিক্ষকরা বলছেন, শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং এই তরুণ চিকিৎসকরা মানবিকতার সেবক হয়ে সমাজে ইতিবাচক প্রভাব রাখবেন।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ৪৮তম বিসিএসে মোট ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন। মৌলভীবাজার জেলার ৮ জন তরুণের সাফল্য জেলা ও দেশের জন্য বিশেষ গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।















