নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনান প্যাক বিডি লিমিটেড কোম্পানির শ্রমিকদের উপর দুর্নীতি, বেতন-ভাতায় অনিয়ম এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে শ্রমিকদের পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোম্পানির প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শ্রমিকদের পক্ষে সঞ্চালনা করেন শ্রমিক মাশফিকুর রহমান লিমন। বক্তব্য রাখেন সানি আহমেদ, হোসাইন আহমেদ, তাহমিনা আক্তার, জুলেখা বেগম, তুহিন মিয়া, সালমান মিয়া, রকি আহমেদ, জীবন আহমেদ, মৃদুল আহমেদ, রমজান মিয়াসহ অনেকে।
এসময় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— কালাপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি আফিকুল ইসলাম তমাল, মুক্তিযোদ্ধা ইমরান খাঁন ছাদ, সমাজসেবক শাহিনুর রহমান শামীম, উপজেলা যুবদল নেতা শেখ জমশেদ আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, রাজন আহমেদ রাজু ও পারভেজ আহমেদ প্রমুখ।
শ্রমিকরা তাদের ১১ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
শ্রমিকদের ন্যূনতম বেতন ১০ হাজার টাকা নির্ধারণ এবং বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা প্রদান।
অপারেটর ও পুরাতন শ্রমিকদের জন্য ন্যূনতম ১৪ হাজার টাকা বেতন নির্ধারণ।
৮ ঘণ্টার ডিউটির বাইরে অতিরিক্ত কাজের ক্ষেত্রে দ্বিগুণ ওভারটাইম প্রদান।
জোরপূর্বক ১২ ঘণ্টা ডিউটির চাপ বন্ধ করা।
লিখিত নিয়োগপত্র প্রদান ও শ্রম আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করা।
মাসিক বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা।
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য আইনগত সুবিধা বাস্তবায়ন।
নোটিশ ছাড়াই চাকরিচ্যুত শ্রমিকদের পুনঃনিয়োগ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির ভেতরে শ্রম আইন উপেক্ষা করে মনগড়া নিয়মে শ্রমিকদের শোষণ করা হচ্ছে।
তারা জানান, ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে, অন্যথায় শ্রমিকরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.