ব্যবসায়ী রুবেল হত্যার বিচারের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আব্দুল বাছিত (আশহাবী), কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১আগস্ট) বিকেলে ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
এ সময় বক্তারা বলেন, “আমরা আজ এখানে জড়ো হয়েছি মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কুলাউড়ার কৃতি সন্তান শাহ ফয়জুর রহমান কুবেলকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানাতে। এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি আমাদের সমাজ, ব্যবসায়িক মহল ও মানবতার ওপর ভয়ঙ্কর আঘাত। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর ঘটতে না পারে—তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিং -এ একা অবস্থানকালে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রুবেলকে হত্যা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামলী এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি বায়তুস শরিফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
















