নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল :
ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, ভবিষ্যতে আলো জ্বালাবে নতুন প্রজন্ম। আমরা চাই যেন আমাদের প্রত্যেক সদস্য তার মা-বাবার চোখে আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠে, সে শিক্ষকের গর্বের কারণ হয় এবং সমাজে সম্মান ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।
গতকাল (২আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।
তিনি আরো বলেন, জীবন পরিচালনায় সততা ও ন্যায়বোধের কোনো বিকল্প নেই। আজ সমাজে এ দুটি গুণের অভাব প্রকট, যার ফলে দুর্নীতি, অবিচার ও বিশৃঙ্খলা বাড়ছে। শিক্ষকদের পক্ষপাতদুষ্ট আচরণ এবং কিছু ক্ষেত্রে সততার ঘাটতি ছাত্র-শিক্ষক সম্পর্কে চির ধরাচ্ছে। তাই সমাজের প্রতিটি স্তরে ন্যায়বোধ ও সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি মো. নাজমুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েল আহমেদ এবং সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমেদ, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামি, সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা খান আবু বকর, জেলা তালামীযের সহ-সভাপতি মো. আবুল কাশেম, অফিস সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী, সাবেক তালামীয সভাপতি ও আল ইসলাহ ভূনবীর ইউনিয়নের সভাপতি মাওলানা জায়নুল আবেদীন, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাইনুল ইসলাম জাকির, আব্দুর রহমান খান পাশা’সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, শিক্ষক আব্দুল হক সহ তালামীয আল-ইসলাহ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলির দিক থেকেও উৎকর্ষ অর্জনে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের নৈতিক ও আদর্শিক ভিত্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার শিক্ষার্থীদের মেধা ও চরিত্রের উপর। তাই তাদের সঠিক দিকনির্দেশনা দিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.