মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ ফেসবুকে ৫ হাজার ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছে।
‘মাটি ও মানুষের কথা বলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বছর আগে যাত্রা শুরু করে পোর্টালটি। বর্তমানে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে সংবাদমাধ্যমটি। যদিও নামে আঞ্চলিকতার ছাপ রয়েছে, তবুও আঞ্চলিকতায় সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছে এটি।
সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় ভয়েস অব শ্রীমঙ্গল আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। আমাদের ফেসবুক পেজে পরিবারের সদস্য সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এই অর্জন শুধুমাত্র সংখ্যার নয়, বরং আপনাদের আস্থা, সমর্থন ও অনুপ্রেরণার বহিঃপ্রকাশ।
আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি আগামীতেও ভয়েস অব শ্রীমঙ্গলের পাশে থাকবেন, গঠনমূলক পরামর্শ দেবেন এবং আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবেন।
যাঁদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আজকের এ অর্জন—আমাদের সেইসকল প্রিয় সকল পাঠক, দর্শক ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর।
—মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
সম্পাদক ও প্রকাশক, ভয়েস অব শ্রীমঙ্গল
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.