নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
ডাকসুর সাবেক ভিপি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনা পয়েন্টে ফ্যাসিবাদবিরোধী ঐক্য শক্তির ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। এতে বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নিয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন— আতাউর রহমান, মুজাহিদুল ইসলাম, মো. আরিফ হোসেন, ইমরান আহমদ, মোহাম্মদ সাদী, বাবুল মিয়া, আরিফ বক্স, নিয়াজ আহমেদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দমিয়ে রাখতে নুরুল হক নুরের ওপর পরিকল্পিতভাবে এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে। রক্তাক্ত শরীরে নুর ভাইয়ের ছবিই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী কতটা বেপরোয়া হয়ে উঠেছে।”
তারা আরো বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে যারা লাঠি-গুলিকে হাতিয়ার বানিয়েছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.