ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
শুক্রবার ( ২৯ আগস্ট) রাত ১০ টার দিকে গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিছিলটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলা অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলার যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি কানাই দাশ, শ্রীমঙ্গল যুব অধিকার পরিষদ এর সভাপতি আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক উসমান আলী প্রমূখ।
এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















