স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে একপর্যায়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি কলেজ সড়ক হয়ে চৌমুহনা চত্বরে পৌঁছে তারা মহাসড়কে বসে পড়েন।
এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ, আরিফুল ইসলামসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, “শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া দাখিল মাদ্রাসার সামনে বিশাল ময়লার ভাগাড় তৈরি করেছে পৌরসভা। প্রতিদিন পুরো শহরের ময়লা এখানে ফেলা হয়। দুর্গন্ধে ক্লাস করা দায় হয়ে পড়েছে। নাক-মুখ চেপে ক্লাস করতে হয়।”
শিক্ষার্থী ও অভিভাবকেরা আরও বলেন, “বছরের পর বছর ধরে এ সমস্যা চলছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও শুধু আশ্বাসই মিলেছে, সমাধান নয়। এবার আমরা ক্লাস বন্ধ করে রাজপথে নেমেছি। আগামী এক সপ্তাহের মধ্যে ভাগাড় সরানো না হলে ক্লাস-পরীক্ষা বর্জন করে পুনরায় সড়ক অবরোধ করব।”
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গল পৌরসভায় স্যানিটারি ল্যান্ডফিল্ড এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুতই ময়লার ভাগাড় সরানো হবে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।”
উল্লেখ্য, ২০১৮ সালেও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছিলেন। জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও তাদের দাবি আজও পূরণ হয়নি।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.