শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের সম্ভাব্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বরুণা মাদরাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনের ফাঁকে এনসিপির নেতাকর্মীরা এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের সম্ভাব্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, এনসিপি মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল হক জাকারিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ও বরুণা মাদরাসার আন্তর্জাতিক কিরাত সম্মেলন এবং ছালানা ইজলাছ সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় এনসিপির নেতারা জানান, বরুণা মাদরাসা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎই ছিল তাদের আগমনের মূল উদ্দেশ্য।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.