স্টাফ রিপোর্টার, সিলেট
"মানবতার সেবা কেবল একটি কাজ নয়, বরং তা একটি ইবাদত" বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে মানবতার সেবায় নিবেদিত বৃহত্তর সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর গৌরবময় এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য “রক্তবন্ধন–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “খিদমাহ ব্লাড ব্যাংক গত এক দশকে যে নিরলস মানবিক সেবা দিয়েছে, তা সিলেটবাসীসহ সারা দেশের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এই ‘রক্তবন্ধন’ শুধু রক্তদাতাদের মধ্যে নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করেছে।তাছাড়া দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়। এরূপ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।”
খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে ও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা ওঠে। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন খিদমাহর উপদেষ্টা মাওলানা নুরুজ্জামান সাঈদ ও স্বাগত বক্তব্য রাখেন খিদমাহর সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক।
বর্ণাঢ্য এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, খিদমাহর উপদেষ্টা মাওলানা লিসানুল হক শাহরুমী, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, আমানা ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ী প্রমূখ।
রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা পেশ করেন বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, তাকওয়া চ্যারিটি ফাউণ্ডেশনের পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ ও সিয়ানাহ ট্রাস্টের পরিচালক মুফতি জিয়াউর রাহমান।
মিলনমেলা, আলোচনা সভা, নাশীদ পরিবেশনা, সংবর্ধনা প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান—সব মিলিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মানবিক সমাবেশে। অনুষ্ঠানে বরেণ্য আলেম, স্বেচ্ছাসেবক, রক্তদাতা, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সীমিত আসনের হলেও আগ্রহী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে খিদমাহর এক দশকে পদার্পণ উপলক্ষে বিশেষ স্মারক 'রক্তবন্ধন' এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিরা। পাশাপাশি সিলেটের সেচ্ছাসেবী সংগঠন ও প্রবীন সেচ্ছাসেবীসহ খিদমাহর প্রতিষ্ঠাকালীন সদস্য, দুই শতাধিকেরও অধিক ১০ বারের রক্তদাতা সদস্য এবং বিভিন্ন জেলা-উপজেলা শাখাকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়, এতে খিদমাহর দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীসহ ৪৫ জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশসেরা জনপ্রিয় নাশীদ শিল্পীদের সুরেলা কণ্ঠে পরিবেশিত নাশীদ মাহফিল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পাশাপাশি অতিথি ও ডেলিগেটদের মধ্যে বিশেষ গিফট প্যাক বিতরণ করা হয় এবং উপস্থিতদের জন্য নাশতার ব্যবস্থা ছিল।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.