নিজস্ব প্রতিবেদক, সিলেট
মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধকে কেন্দ্র করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক, অ-লাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ সিলেট’। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি কাজ করে যাচ্ছে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তরুণ সমাজকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তোলা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে।
স্বপ্ন ও লক্ষ্য :
‘পজেটিভ সিলেট’ বিশ্বাস করে—শিক্ষা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমৃদ্ধ একটি সমাজই হতে পারে উন্নত জাতির ভিত্তি। সংগঠনের প্রধান লক্ষ্য আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে অবদান রাখা।
সংগঠনের মূল কার্যক্রম :
ভ্রাম্যমাণ মাদরাসা শিক্ষা (বয়স্কদের জন্য বিনামূল্যে দ্বীনি শিক্ষা)
* জরুরি রক্ত সহায়তা
* ত্রাণ ও খাদ্য বিতরণ
* পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি
* দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ
* সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক ক্যাম্পেইন
চলমান মানবিক উদ্যোগ :
বর্তমানে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
*বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কার্যক্রম
* থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা
* খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
* ঈদ ও রমাদান উপহার কর্মসূচি
* কুরবানি প্রজেক্ট (গোশত বিতরণ)
* সাবলম্বী প্রজেক্ট (উদ্যোক্তা সহায়তা)
* বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি
* পুনর্বাসন প্রজেক্ট (আবাসন/সহায়তা)
* টিউবওয়েল স্থাপন
* ফ্রি অক্সিজেন সরবরাহ সেবা
* এতিম ও বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা
* ইসলামী কিতাব ও বই বিতরণ কার্যক্রম
সংগঠনের উপদেষ্টা উইমেন্স মেডিকেলের সিটিস্ক্যান বিভাগের প্রধান ডা. আলমগীর হোসেন বলেন, “জনসচেতনতা মূলক এমন কার্যক্রম আমাদের আরও বাড়াতে হবে। সমাজ ও জাতিকে বুঝাতে হবে রক্তদানের গুরুত্ব। মানবিকতা, সচেতনতা ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারই পারে একটি সুন্দর সমাজ তৈরি করতে।”
পজেটিভ সিলেট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান রব্বানী বলেন, “মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধকে কেন্দ্র করেই আমাদের সংগঠনের জন্ম। আমরা বিশ্বাস করি—মানুষের কল্যাণেই রয়েছে সমাজের প্রকৃত উন্নয়ন। তাই শ্রেণি–পেশা নির্বিশেষে নিঃস্বার্থভাবে আমরা কাজ করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল সেবা নয়, তরুণ সমাজকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তোলা। রক্তদান, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা কিংবা দুর্যোগকালীন সেবা—প্রতিটি ক্ষেত্রেই আমরা চাই ইতিবাচক পরিবর্তন আনতে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার মানবিক দায়িত্ববোধে অনুপ্রাণিত হবে। আমাদের স্বপ্ন একটি সচেতন, মানবিক ও নৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ।”
সংগঠনটি আহ্বান জানিয়েছে, “আসুন আমরা সকলে মিলে একটি সচেতন, মানবিক ও নৈতিকভাবে সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.