শিরোনাম :
বিজ্ঞপ্তি :
মার্কিন জাহাজে হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার

মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। রোববার সংবাদমাধ্যম ওয়াইনেটের্ এক প্রতিবেদনে একথা জানানো হয়।
ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি তার টেলিগ্রাম একাউন্টে দেওয়া পোস্টে বলেন, ‘এখন আমাদের পালা বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার এবং একই সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার।’
হোসেইন শরিয়তমাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেন।
রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

























