মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মৌলভীবাজার গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহিদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।
মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতেই প্রতি বছর নানা আয়োজনে উদ্যাপিত হয় মৌলভীবাজার মুক্ত দিবস। প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলা পাক হানাদারমুক্ত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.