সবাই জানেন ঢাকাই সিনেমায় সাকিব খানের দাফট একচ্ছত্র। গত বছর তার মুক্তি পাওয়া ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও তুফান তোলে। এমন সাফল্যের মধ্যেই রোজার ঈদে তার মুক্তি পাওয়া ‘বরবাদ’-এর নেশা না কাটতেই নতুন সিনেমা ‘তাণ্ডব’ দ্বারপ্রান্তে। এখন এর টিজারেই দর্শক আগ্রহ তুঙ্গে। শাকিব খান কেন মেগাস্টার, সেটি নিয়েই এখন তুমুল আলোচনা তার ভক্তমহলে।
বাংলা সিনেমায় শাকিব খান ২৫ বছর দাফটের সঙ্গে পার করেছেন। অভিনয়ের রজতজয়ন্তীতে বিশেষ সম্মাননাও পেয়েছেন নায়ক। হয়েছেন বছরসেরা অভিনেতা। শাকিবের সাফল্যে শুধু তার ভক্তরাই নয়, আপ্লুত তার দুই প্রাক্তনও।
শাকিবের দুই প্রাক্তন দেশের চলচ্চিত্র অঙ্গনেরও জনপ্রিয় মুখ। শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাও ছিল বাণিজ্যিক। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে বুবলী স্ট্যাটাস দেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন। বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।’
বুবলীর পোস্টের ৫ ঘণ্টা পর শাকিবকে প্রশংসা করে ছবি পোস্ট করেন অপু। শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেয়ার ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.