স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার কৃতিত্ব অর্জনকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, এ বছর আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিস জামাতে ৩০তম স্থান অর্জন করেছেন মোহাম্মদ নুরুদ্দীন সিদ্দিক ও ইকরাম হোসাইন। অন্যদিকে সানাবিয়া উলিয়া মারহালায় ১২তম স্থান অর্জন করেছেন হাফিজ মো. আজিজ মিয়া।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের প্রতিষ্ঠাতা কারী মাওলানা শায়খ বদরুল আলম হামিদী বলেন,“মেধাবীদের ওমরাহ করানো আত্মিক এক পুরস্কার। কাবা শরিফ ও রওজা মুবারক জিয়ারত তাদের অন্তরে দ্বীনের প্রতি গভীর টান ও প্রেরণা সৃষ্টি করবে। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা সমাজে কল্যাণের দিশারী হয়ে উঠুক।”
ওমরাহ জয়ী শিক্ষার্থীরা বলেন,“অল্প বয়সে ওমরাহ করার সুযোগ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটি আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা। আমরা দোয়া করি, আমাদের মাদরাসা ও শিক্ষকদের আল্লাহ আরও উন্নতি দান করুন।”
একজন শিক্ষার্থীর অভিভাবক জানান,“আমার সন্তানকে মেধার ভিত্তিতে ওমরাহর সুযোগ দেওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটি তার পড়াশোনা ও দ্বীনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।”
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এ ধরনের উদ্যোগ মেধাবীদের জন্য যেমন প্রেরণা, তেমনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.