মৌলভীবাজারের চার আসনে ৩১জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে মৌলভীবাজার জেলার চার আসনে ৩১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
জেলার চারটি আসনে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৩১ প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে সাতজন, মৌলভীবাজার-২ আসনে আটজন, মৌলভীবাজার-৩ আসনে সাতজন ও মৌলভীবাজার-৪ আসনে নয়জন প্রার্থী।
মৌলভীবাজার-৩ আসনে (সদর-রাজনগর) মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ বিলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিএনপি নেতা শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, এনসপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, বিএনপি নেতা লন্ডনপ্রবাসী জালাল আহমেদ জিপু, বাসদ মনোনীত প্রার্থী মো. আবুল হাসান।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বড়লেখা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ, খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সম্ভাব্য সমর্থিত প্রার্থী মৌলভী লোকমান আহমদ, জামায়াতের প্রার্থী আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি প্রার্থী শওকুতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী আল-ইসলাহ নেতা ফজলুল হক খান সাহেদ ও বাসদ (মার্কসবাদী) নেত্রী তাসনিম।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৩১জন প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে সাতজন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে ৯ জন প্রার্থী।’
রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

















