শিরোনাম :
বিজ্ঞপ্তি :
মৌলভীবাজারে অসুস্থ শিশুর চিকিৎসায় জেলা প্রশাসনের ২৫ হাজার টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা পরিষদের তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে গুরুতর অসুস্থ শিশু মিনহাজুর রহমানের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (২সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, শিশু মিনহাজুর রহমান (বয়স ১ বছর), পিতা মুজিবুর রহমান ও মাতা রুকসানা জেবিন, গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। শিশুটি ব্রেইনে পানি জমাটজনিত জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার মাতা রুকসানা জেবিন আর্থিক সহায়তার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানের সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশু মিনহাজুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করা হয়।















