মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মাওলানা আব্দুর রকিব, মাওলানা মোজাহিদ আলী আজমী, মোঃ আব্দুর রহিম, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন আলিম পরীক্ষার্থী মেরাজুল ইসলাম।
বক্তারা, পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য শুভ কামনা জানান এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। তিনি সকল পরীক্ষার্থীদের সাফল্য এবং দেশ, জাতি ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.