মৌলভীবাজারে কাউন্সিল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কেন্দ্র ঘোষিত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত কাউন্সিল অনুষ্ঠানের আগেই মৌলভীবাজার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও উপজেলার কাউন্সিল বাতিলের দাবিতে জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীদের একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০জুন) সকালে মৌলভীবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুর রহমান। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর তৃণমূলে কাউন্সিলের ঘোষণা আসায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ফিরে এসেছিল। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত প্রত্যাহার তৃণমূলের মনোবল ভেঙে দিচ্ছে।’
এ সময় বক্তারা বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাউন্সিল করার কথা থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হচ্ছে—এটি তৃণমূলকে অবমূল্যায়ন করার সামিল। অবিলম্বে ইউনিয়ন ও উপজেলা কাউন্সিলের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন তারিখ ঘোষণা এবং পূর্বের তালিকা পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ইনসান সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।


















