স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার শহরের চুবড়া রোডে অবস্থিত বিশ্বমানের ইসলামিক স্কুল ইমাদুদদীন অ্যাকাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যানুয়াল এক্সপো ২০২৫’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাকাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের চলতি বছরের একাডেমিক ও এক্সট্রা কারিকুলার অর্জন উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত এ এক্সপোতে তিলাওয়াত, হামদ-নাত-সংগীত, লিটল স্পিচ, কনভারসেশন, প্রেজেন্টেশনসহ বিভিন্ন বিষয়ে পরিবেশনা করে শিক্ষার্থীরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় আন্তঃক্লাস ডিবেট শোও।
এছাড়া এক্সপোকে ঘিরে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভাতে অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গার্ডিয়ান এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন ভুঁইয়া, নুরুল কুরআন মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মাহফুজ ইসলাম, ইঞ্জিনিয়ার গাজী হাবিবুল্লাহ, কথাসাহিত্যিক সাবের চৌধুরীসহ আরও অনেকে। অভিভাবকদের অভিব্যক্তি প্রকাশ সেশনেও অংশ নেন বেশ কয়েকজন অভিভাবক।
প্রসঙ্গত, ইসলামি শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের এই ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠা করেছেন লেখক, গবেষক ও শিক্ষা-উদ্যোক্তা হামমাদ রাগিব। মুসলিম ঘরের শিশুদের মানসিক বিকাশ ও জাগতিক শিক্ষাকে ইসলামি ধারায় পরিগঠিত করার লক্ষ্যে ২০২৪ সালে এ প্রতিষ্ঠানটির যাত্রা।
সরকারি কারিকুলামের আলোকে সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে সাজানো এ শিক্ষাউদ্যোগটি ধীরে ধীরে মৌলভীবাজার শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিগণিত হচ্ছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.