স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার শহরের স্বনামধন্য ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ইমাদুদদীন অ্যাকাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় অ্যাকাডেমি প্রাঙ্গণে ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ শীর্ষক এক ব্যতিক্রমী ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন ও পুরোনো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শিক্ষাবর্ষের সূচনা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অ্যাকাডেমির হিফজ বিভাগীয় শিক্ষক হাফিজ নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাশক প্রদান করেন, যার মধ্য দিয়ে নতুন বছরের শিক্ষাযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য উপহার বিতরণ, গান, স্লোগানসহ বিভিন্ন আনন্দঘন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও শিক্ষার্থীবান্ধব এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষের প্রশংসা করেন।
উল্লেখ্য, মৌলভীবাজার শহরের চুবড়া রোডে অবস্থিত ইমাদুদদীন অ্যাকাডেমি জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামিক শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশে শিক্ষাবর্ষ শুরুর এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহল একটি প্রশংসনীয় প্রয়াস হিসেবে দেখছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.