স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারে সদ্য প্রতিষ্ঠিত ‘মৌলভীবাজার ইসলামিক স্কুল’ এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পূর্ব গীর্জা পাড়াস্থ স্কুল প্রাঙ্গণে সুধী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হালিম, মৌলভীবাজার ইসলামি একাডেমির অধ্যক্ষ এম. শামছুজ্জামান চৌধুরী, শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম নোমান এবং মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট আখলাকুল আম্বিয়া প্রমুখ।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে সমাবেশে প্রতিষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন অ্যান্ড রিসার্চ (CMER) এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুর্শেদ আলম উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষকসহ অভিভাবক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.