মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারে ইসলামী যুব মজলিস জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধা ৭টায় জেলা মজলিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আতহার জাকওয়ানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ- সভাপতি মোঃ মহিউদ্দীন জামিল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ সালমান।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক হাফেজ হাসান আহমদ চৌধুরী, জেলা খেলাফত মজলিসের সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
জেলা যুব মজলিসের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহমদ রেজা, সহ-অর্থ সম্পাদক মোজাম্মিল হোসেন, অফিস সম্পাদক তালহা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম চৌধুরী সাকের, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
এর আগে জেলা যুব মজলিসের নবগঠিত কমিটির প্রথম মাসিক নির্বাহী বৈঠকে সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আতহার জাকওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















